top of page

খেয়েছেন অনেক বার্গার, এবার খেয়ে দেখুন জে’স ক্র্যাফট এর হ্যান্ডক্র্যাফটেড গুরমেট বার্গার


বার্গার হাউজ জে’স ক্র্যাফট নিয়ে এসেছে বার্গারের নতুন এক উন্মাদনা। বিভিন্ন রেস্তোরায় উপস্থিত সব ধরনের বিখ্যাত বার্গারকে ছাপিয়ে জে’স ক্র্যাফট বানাচ্ছে বেস্ট হ্যান্ডক্র্যাফটেড গুরমেট বার্গার।


জে’স ক্র্যাফটের বার্গারের প্রতিটি উপকরন সম্পূর্ন স্থানীয়ভাবে সংগৃহিত। স্পেশাল বাটারড বান থেকে শুরু করে মাংসের প্রতিটি লেয়ার, ভেজিটেবল এবং সস পুরোপুরি অভিজ্ঞ হাতে তৈরি। শুধু তাই নয়, রিসার্চ ওরিয়েন্টেড ব্র্যান্ড জে’স ক্র্যাফট বি'ফে এলার্জি রয়েছে এমন গ্রাহকদের জন্য নিয়ে এসেছে এই প্রথম মাটন বার্গার।


জে’স ক্র্যাফট এর মেন্যুতে রয়েছে মজার কিছু চমক। বিফ, চিকেন অথবা মাটন বেজ বেঁছে নেওয়ার পর গ্রাহক সরাসরি চলে যাবে ‘ সিলেক্ট ইয়োর স্টাইল’ অপশনে। অপশন গুলোর মধ্যে থাকছে ক্ল্যাসিক এ'লে, জে’স সিগনেচার এবং জে’স টং কাটসু। প্রতিটি স্টাইল'ই পাওয়া যাচ্ছে সুলভ মূল্যে। এছাড়াও থাকছে মাসালা ওয়েজেস, পারমেসান ট্রাফেল ফ্রাইস, স্ট্রিট স্টাইল সসেজ, লেমন বিয়ার, নেকেড ম্যাংগো বিয়ার, নেকেড চকোলেট বিয়ার ইত্যাদি।


জে’স ক্র্যাফটের ফটোশুটের খাতিরে প্রতিটি আইটেম টেস্ট করার সুযোগ হয়েছিল ফ্যাট ম্যান ফিল্মের। ফ্যাট ম্যান ফিল্মের টেস্ট করা মার্কেটের বিভিন্ন ব্রান্ডের বার্গারের মধ্যে জে’স ক্র্যাফটের বার্গার রয়েছে শীর্ষ তালিকায়। জে’স ক্র্যাফট এর একমাত্র ব্রাঞ্চ অবস্থিত ভাটারায়। ঘরে বসে জে’স ক্র্যাফট এর লোভনীর আইটেম গুলি অর্ডার করতে পারেন এই লিংকে। হাংরি নাকি অথবা ফুড পান্ডায় পৌছে যাবে আপনার খাবার আপনার দরজায়।


শুধু বার্গার ই নয়, জে’স ক্র্যাফটের ফটোশ্যূট ছিলো খানিকটা ভিন্ন ঘরানার। মুডি এবং পিন্টারেষ্ট স্টাইলে এর আইটেম গুলির শ্যূট করা হয় জে’স ক্র্যাফটের আউটলেট এ, যা ছিল একটি অসাধারণ অভিজ্ঞতা।


ফ্যাট ম্যান ফিল্ম বাংলাদেশের একটি সৃজনশীল প্রোডাকশন এজেন্সি। ফ্যাট ম্যান ফিল্ম কমার্শিয়াল ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, ডিজিটাল মার্কেটিং এবং ব্রান্ডিং এর সকল সেবা দিয়ে থাকে।


ফ্যাট ম্যান ফিল্মের সাথে যোগাযোগ করুনঃ +৮৮০ ১৭১৬ ৭১৬ ১৬৪ । ফেসবুকইনস্টাগ্রামwww.fatmanfilm.com


246 views
bottom of page